গাজা সিটির একটি স্কুলে আশ্রয় নেওয়া নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আগুন লেগে অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
এই নৃশংসতার প্রতিক্রিয়ায় স্পেন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মাদ্রিদে আয়োজিত এক কূটনৈতিক সম্মেলনে স্পেন ২০টি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছে।
এদিকে, ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩,৯৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২২,৭৯৭ জন আহত হয়েছেন। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় প্রকৃত মৃত্যুসংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়
Leave a Reply