অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
সোমবার (২৬ মে) এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চার দিনের সফরে আগামী ২৭ মে রাতেই টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। সফরকালীন সময় তিনি ২৯ ও ৩০ মে টোকিওতে আয়োজিত ‘নিক্কেই ফোরাম সম্মেলন’-এ অংশ নেবেন, যেখানে দক্ষিণ ও পূর্ব এশিয়ার রাজনৈতিক-অর্থনৈতিক অগ্রগতির নানা দিক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে।
পররাষ্ট্র সচিব আরও জানান, জাপান সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সাতটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এছাড়াও সফরে জাপানের কাছে বাংলাদেশ এক বিলিয়ন ডলার মূল্যের স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব দেবে বলে জানান রুহুল আলম সিদ্দিকী। এই ঋণ মূলত দেশের অবকাঠামো উন্নয়ন, রপ্তানিমুখী শিল্প ও পরিবেশবান্ধব টেকসই প্রকল্পে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক রূপান্তরের এই সময়েও বাংলাদেশ-জাপান কৌশলগত সম্পর্ককে আরও গভীর করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply