পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সংক্ষিপ্ত টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ব্যাচ। স্থানীয় সময় শনিবার (২৪ মে) সন্ধ্যায় ১০ সদস্যের একটি দল পাকিস্তানে অবতরণ করে বলে নিশ্চিত করেছে জিও নিউজ।
প্রথম দফায় যাঁরা লাহোরে পৌঁছেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ, বাঁহাতি স্পিনার মোহাম্মদ তানভীর ইসলাম, তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন এবং ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব। সঙ্গে আছেন সহকারী কোচিং ও সাপোর্ট স্টাফরাও।
বাংলাদেশ দল ধাপে ধাপে তিনটি গ্রুপে পাকিস্তানে পৌঁছাবে। উভয় দলের যৌথ অনুশীলন অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ মে, লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর ২৭ মে ম্যাচপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই দেশের অধিনায়ক।
মূল সূচি অনুযায়ী, দুই দফায় পাকিস্তান পৌঁছানোর কথা ছিল ২১ মে এবং সিরিজ শুরুর দিন ধার্য ছিল ২৫ মে, ফয়সালাবাদে। কিন্তু লজিস্টিক জটিলতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সিরিজটি তিন ম্যাচে সীমাবদ্ধ করা হয় এবং সবগুলো ম্যাচ স্থানান্তর করা হয়েছে লাহোরে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাকিস্তান-ভারত রাজনৈতিক উত্তেজনাও এই রদবদলে ভূমিকা রেখেছে।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে অধিনায়ক হিসেবে আছেন সালমান আলী আঘা এবং সহ-অধিনায়ক শাদাব খান। দলে আরও আছেন হাসান আলী, ফখর জামান, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও নাসিম শাহ।
তবে বিশ্রামে রাখা হয়েছে একাধিক সিনিয়র ক্রিকেটারকে—যেমন সাবেক অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও স্পিডস্টার শাহীন শাহ আফ্রিদি। বাদ পড়েছেন আব্বাস আফ্রিদি, আব্দুল সামাদ, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, উমাইর বিন ইউসুফ, সুফিয়ান মুকিম ও উসমান খান।
বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন লিটন কুমার দাস। অভিজ্ঞ অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান—দুই সফরেই।
Leave a Reply