চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়নি—শুধু টার্মিনাল ব্যবস্থাপনায় বেসরকারি দক্ষতা ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন,
“বাংলাদেশকে একটি উৎপাদনমুখী অর্থনীতিতে রূপান্তর করতে হলে সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের দক্ষতা আনতে হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পারলেই বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাবে। আর তাতে দেশের অর্থনীতিতে সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার নানামুখী সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন আনতে অর্থ ও ব্যাংক খাতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজারভিত্তিক বিনিময় হার চালুর সিদ্ধান্তের পরও টাকার দামের ‘অবমূল্যায়ন’ হয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি পুঁজিবাজারে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন,
“এনবিআরকে দুটি ভাগে ভাগ করার উদ্যোগ সরকারের অগ্রাধিকারভিত্তিক কাঠামোগত সংস্কারের অংশ। এর মাধ্যমে রাজস্ব আহরণে গতিশীলতা ও কার্যকারিতা বাড়বে।”
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন প্রেস সচিব। তিনি বলেন, “আগের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল শুধু নির্বাচন আয়োজন। কিন্তু বর্তমান সরকারের ভূমিকা নির্বাচন ছাড়াও বিচার ও নীতিগত সংস্কার বাস্তবায়নে সমান গুরুত্ব দেওয়া।”
Leave a Reply