ইসরায়েলি সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে চার বছরের শিশু মোহাম্মদ ইয়াসিন। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) জানিয়েছে, গাজায় অন্তত ৭০ হাজারের বেশি শিশু বর্তমানে মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি এক হামলায় প্রাণ হারিয়েছে ডা. আলা আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার বিষয়ে তারা “পুনর্মূল্যায়ন” করছে। গাজার সরকারি কর্মকর্তারা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিরপরাধ শিশুদের হত্যা যেন ইসরায়েলি সেনাদের নিত্যদিনের খেলা হয়ে দাঁড়িয়েছে।”
গত বুধবার থেকে এখন পর্যন্ত ইসরায়েল মাত্র ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে, যা প্রায় ২০ লাখ বাসিন্দার জন্য প্রয়োজনীয় সহায়তার তুলনায় অতি সামান্য।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩,৯০১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২২,৫৯৩ জন আহত হয়েছেন। তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে মৃত ধরে নিয়ে প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে।
অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দী হন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
Leave a Reply