ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনের শপথ গ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই রায়কে ‘জনগণের বিজয়’ হিসেবে দেখছে বিএনপি। এর পরিপ্রেক্ষিতে দলটির তরফে মাঠের কৌশলে সাময়িক পরিবর্তন এসেছে। আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন নিজেই।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর যমুনা এলাকার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দেন ইশরাক। সেখানেই তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আদালতের রায় আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি। আপাতত ৪৮ ঘণ্টার জন্য আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
আন্দোলনের কারণে যানজট ও জনদুর্ভোগের বিষয়ে স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করেন ইশরাক। তিনি বলেন,
“আন্দোলনের সময় যেসব সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে, তাদের প্রতি আমি এবং আমাদের নেতা তারেক রহমান আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তবে ইশরাক স্পষ্ট করে দিয়েছেন, আদালতের রায় বাস্তবায়নের দাবির পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের দাবিও অবিচল থাকবে।
এই ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“আদালতের এই রায় প্রমাণ করে, বিচার বিভাগ এখনো আইনের প্রতি সম্মান রেখে কাজ করছে। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান,
“যেহেতু আদালতের রায়ে জনগণের পক্ষেই সিদ্ধান্ত এসেছে, তাই এখন আমরা আশা করি সরকার সুমতি দেখাবে এবং দ্রুত ইশরাককে শপথ গ্রহণের ব্যবস্থা করবে। আন্দোলন স্থগিত হলেও দাবি থেকে আমরা সরে আসছি না।”
হাইকোর্টের রায় এবং ইশরাকের শান্তিপূর্ণ অবস্থান আপাতত মাঠের উত্তাপ কিছুটা কমাতে পারে। তবে ৪৮ ঘণ্টার বিরতি রাজনৈতিক কৌশলেরই অংশ—এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। এবার দেখার বিষয়, সরকার এই রায়ের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় এবং বিএনপি পরবর্তী কর্মসূচিতে কী ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করে।
Leave a Reply