1. admin@arshinagartv.com : admin :
  2. sobujhossain.asiantv@gmail.com : admin01 admin01 : admin01 admin01
  3. abclimited2020@gmail.com : hr@admin :
  4. kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

ইশরাক হোসেনের শপথে আর কোনো আইনি বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

রনি আহম্মেদ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্ট আজ বৃহস্পতিবার একটি রিট খারিজ করে দেওয়ার পর তার মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ পুরোপুরি উন্মুক্ত হলো।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নির্বাচন কমিশনের ঘোষণার পর ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত রাখার কোনো আইনগত ভিত্তি আর রইলো না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে, গত ১৪ মে ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ এক রিট আবেদনে ইশরাক হোসেনের শপথগ্রহণ স্থগিত রাখতে এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করায় নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়েছিলেন। ওই রিটের শুনানি শেষে আদালত ২১ মে আদেশের জন্য ২২ মে দিন ধার্য করেন এবং আজ তা খারিজ করে দেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেন। তবে ইশরাক নির্বাচনের ফল বাতিল চেয়ে আদালতের দ্বারস্থ হন।

চার বছরের আইনি লড়াই শেষে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম রায়ে বলেন, তাপসের বিজয় অবৈধ এবং ইশরাকই প্রকৃত বিজয়ী।

পরবর্তী প্রক্রিয়ায়, ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশে পরামর্শ চায়। পরিশেষে, ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে সরকারিভাবে গেজেট প্রকাশ করে ইসি।

গেজেট প্রকাশের পরও শপথ কার্যক্রম শুরু না হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ইশরাকের সমর্থকরা নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। হাইকোর্টের আজকের রায়ের পর পরিস্থিতি নতুন মোড় নিতে যাচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss