বাংলাদেশের অলরাউন্ডারদের মধ্যে ধারাবাহিকতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে মেহেদী হাসান মিরাজ এখন অন্যতম সেরা নাম। সেই ধারাবাহিক পারফরম্যান্স এবার তাঁকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাবেক চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে এই টাইগার অলরাউন্ডারকে। এই প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে মিরাজের জন্য। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক ছাড়পত্র চেয়ে আবেদন করেছেন তিনি। অনুমতি মিললেই প্লে-অফ পর্বের আগেই পাকিস্তানে উড়ে যাবেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। সূত্র বলছে, লাহোর কালান্দার্স মূলত সিকান্দার রাজার বিকল্প খুঁজছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচ খেলতে শিগগিরই পিএসএল ছাড়তে হবে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডারকে। সেই জায়গাতেই মিরাজকে বিবেচনায় রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টি-টোয়েন্টি ক্রিকেটে মিরাজের পরিসংখ্যান যথেষ্ট সমীহ জাগানিয়া। এখন পর্যন্ত তিনি ১৫৩টি ম্যাচে ৭.৫৫ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১০৭টি উইকেট। ব্যাট হাতেও কম যান না—মোট ২,০৯৯ রান, যার মধ্যে রয়েছে ৭টি হাফ সেঞ্চুরি।
সাম্প্রতিক বিপিএলে তার পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। অলরাউন্ড নৈপুণ্যের জন্য তিনি পেয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাব। ফলে লাহোর কালান্দার্সের মতো দলের দৃষ্টি তার দিকে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ এলিমিনেটর, বৃহস্পতিবার গাদ্দাফি স্টেডিয়ামে। তার আগেই মিরাজের যুক্ত হওয়া নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। অনুমতি পেলে সেটিই হবে বাংলাদেশের এই উদীয়মান অলরাউন্ডারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা।
ক নজরে মেহেদী হাসান মিরাজ – টি-টোয়েন্টি পরিসংখ্যান:
ম্যাচ: ১৫৩
উইকেট: ১০৭ | ইকোনমি: ৭.৫৫
রান: ২,০৯৯
হাফ সেঞ্চুরি: ৭
বিপিএল ২০২৫: ম্যান অব দ্য টুর্নামেন্ট
মেহেদী হাসান মিরাজের মতো একজন পেশাদার, নিবেদিতপ্রাণ অলরাউন্ডারকে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলো অবশেষে গুরুত্ব দিতে শুরু করেছে। এই সুযোগ তার ক্যারিয়ারে এক নতুন দিগন্তের দুয়ার খুলে দিতে পারে।
Leave a Reply