দিনাজপুর, ১৯ মে — দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভোরবেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্ম এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসচালক আরিফ হোসেন মানিক ও যাত্রী মো. দেলোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
এখন পর্যন্ত বাকি হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও সতর্কতার অভাবেই এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে।
Leave a Reply