রাজধানীর গুলিস্তানে মিছিল চলাকালীন অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সংক্ষিপ্ত বার্তায় তিনি জানান, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ওই ১১ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মিছিল ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
এর আগে, গত ১২ মে অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সহযোগী, অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিনে নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করে। এ প্রেক্ষাপটে, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি ১৫ মে এক নির্দেশনায় পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “জনগণের নিরাপত্তা ও সেবাদানে সর্বোচ্চ পেশাদারিত্বের পাশাপাশি নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর যেকোনো কার্যক্রম ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় নজরদারি এবং অভিযান পরিচালনা করছে। বিশেষ করে, যেসব এলাকায় নিষিদ্ধ দলের কর্মসূচির সম্ভাবনা রয়েছে, সেসব এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Leave a Reply