1. admin@arshinagartv.com : admin :
  2. sobujhossain.asiantv@gmail.com : admin01 admin01 : admin01 admin01
  3. abclimited2020@gmail.com : hr@admin :
  4. kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com kmsobuj.myreportjtv@gmail.com
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

ইসরোর মহাকাশ অভিযান ব্যর্থ: মাঝপথে ত্রুটির কারণে নামানো গেল না কৃত্রিম উপগ্রহ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫ Time View

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাম্প্রতিকতম মহাকাশ অভিযান ‌পিএসএলভি-সি৬১ আকারে ব্যর্থ হয়েছে। সংস্থাটি ইওএস-০৯ নামের একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠানোর চেষ্টা করছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথেই থমকে যায় এই মিশন। নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর আগেই অভিযানটি বাতিল করতে বাধ্য হয় ইসরো।

রোববার (১৮ মে) ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে শুরু হয়েছিল এই উৎক্ষেপণ। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে গিয়ে বিপর্যয় নামে। ইসরো জানিয়েছে, তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরে ২০৩ সেকেন্ড পর যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে, যার ফলে উপগ্রহটি ৫২৪ কিলোমিটার উচ্চতায় সান-সিঙ্ক্রোনাস পোলার কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি।

ত্রুটির জটিলতা এতটাই গুরুতর ছিল যে, মিশনের ভবিষ্যৎ অনিশ্চয়তা এড়াতে মহাকাশেই রকেটটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়। এর মাধ্যমে পৃথিবীতে সম্ভাব্য বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছে ইসরো। তবে ধ্বংসাবশেষ নিয়ে জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই বলেও তারা আশ্বস্ত করেছে।

এই ব্যর্থতা সরাসরি সম্প্রচারিত হয় ইসরোর নিজস্ব চ্যানেলে। মিশন ব্যর্থ হওয়ার বিষয়টি স্বীকার করে বক্তব্য দেন সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণান।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরো জানায়, এটি ছিল তাদের ১০১তম মহাকাশ মিশন। মিশনের প্রথম ও দ্বিতীয় ধাপ সফল হলেও তৃতীয় ধাপে নির্দিষ্ট কিছু প্রযুক্তিগত অস্বাভাবিকতা ধরা পড়ায় অভিযানটি বন্ধ করে দেওয়া হয়।

ইসরো ব্যর্থতার প্রকৃত কারণ চিহ্নিত করতে ইতোমধ্যে একটি বিশ্লেষণ কমিটি গঠন করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা প্রতিটি ধাপ পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য শিক্ষা নেবে এবং আরও শক্তিশালী মিশন নিয়ে ফিরবে।

২০১৭ সাল থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) রকেটের মাধ্যমে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে আসছে ইসরো। এ পর্যন্ত এই রকেটের ৬৩টি উৎক্ষেপণ হয়েছে, যার মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থ মিশন। ব্যর্থ কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল ১ হাজার ৬৯৬ কেজি।

ইসরোর মতো একটি অভিজ্ঞ মহাকাশ গবেষণা সংস্থার কাছ থেকে এমন প্রযুক্তিগত ব্যর্থতা আশ্চর্যজনক হলেও, এটি বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার অংশ হিসেবেই দেখা উচিত। ব্যর্থতা যে শুধু পতন নয়, বরং ভবিষ্যতের উৎকর্ষতার পথও তৈরি করে—এটি সেই বাস্তবতারই স্মারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss