ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারও পাড়ি জমালেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গন্তব্যে। এবার গন্তব্য শ্রীলঙ্কা। হঠাৎ দ্বীপদেশে তার এই সফর নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়। অনেকে ভেবেছিলেন, নায়ক হয়তো ব্যক্তিগত অবকাশ যাপনে বের হয়েছেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা—এটি পুরোপুরি কাজকেন্দ্রিক সফর।
শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে। সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য—বিশেষ করে গানের সিকোয়েন্স এবং ক্লাইম্যাক্স অ্যাকশন—শুটিংয়ের জন্যই তার এই সফর। শোবিজ অঙ্গনে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার (১৬ মে) সকালেই একটি নির্ধারিত ফ্লাইটে ঢাকা ছাড়েন মেগাস্টার।
এই সফরে শাকিবের সঙ্গে রয়েছেন ছবির নায়িকা সাবিলা নূর এবং ‘তাণ্ডব’ টিমের টেকনিক্যাল ইউনিট ও কাস্ট সদস্যরা।
জানা গেছে, সিনেমার প্রায় ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যার অধিকাংশই ঢাকা, রাজশাহী এবং দেশের অন্যান্য লোকেশনে করা হয়েছে। বাকি থাকা আন্তর্জাতিক দৃশ্যগুলো, বিশেষ করে অ্যাকশন ও গানের অংশগুলো, শ্রীলঙ্কার মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হবে।
‘তুফান’–এর পর ‘তাণ্ডব’: রাফি-শাকিব জুটির দ্বিতীয় মেগা প্রজেক্ট
প্রসঙ্গত, গত বছর ব্লকবাস্টার ‘তুফান’ দিয়ে পরিচালক রায়হান রাফি ও শাকিব খানের সফল জুটি গড়ে উঠে। সেই ধারাবাহিকতায় আবারও তারা এক হচ্ছেন ‘তাণ্ডব’ নিয়ে। ছবিটির প্রযোজনায় রয়েছেন শাহরিয়ার শাকিল। শাকিব-সাবিলা জুটির পাশাপাশি ছবিতে আছেন জয়া আহসান, এফএস নাঈম-সহ আরও অনেক পরিচিত মুখ।
সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। তাই কোনো রকম ছাড় না দিয়ে শুটিং ও পোস্ট-প্রোডাকশন কাজে পুরো ইউনিট ব্যস্ত সময় পার করছে। বিদেশে শুটিংয়ের মাধ্যমে দর্শকদের জন্য একটি ভিজ্যুয়ালি গ্ল্যামারাস ও অ্যাকশন-প্যাকড সিনেমা উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ‘তাণ্ডব’ টিম।
ব্যক্তিগত গুঞ্জনের বাইরে গিয়ে কাজের প্রতি অটুট কমিটমেন্টের দৃষ্টান্ত স্থাপন করলেন শাকিব খান। শ্রীলঙ্কা সফর তার পেশাদারিত্বেরই আরেকটি দৃষ্টান্ত। আপাতত দর্শকের অপেক্ষা, কেমন চমক নিয়ে ঈদে হাজির হবেন ‘তাণ্ডব’ এর শাকিব।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারও পাড়ি জমালেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গন্তব্যে। এবার গন্তব্য শ্রীলঙ্কা। হঠাৎ দ্বীপদেশে তার এই সফর নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়। অনেকে ভেবেছিলেন, নায়ক হয়তো ব্যক্তিগত অবকাশ যাপনে বের হয়েছেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা—এটি পুরোপুরি কাজকেন্দ্রিক সফর।
শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে। সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য—বিশেষ করে গানের সিকোয়েন্স এবং ক্লাইম্যাক্স অ্যাকশন—শুটিংয়ের জন্যই তার এই সফর। শোবিজ অঙ্গনে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার (১৬ মে) সকালেই একটি নির্ধারিত ফ্লাইটে ঢাকা ছাড়েন মেগাস্টার।
এই সফরে শাকিবের সঙ্গে রয়েছেন ছবির নায়িকা সাবিলা নূর এবং ‘তাণ্ডব’ টিমের টেকনিক্যাল ইউনিট ও কাস্ট সদস্যরা।
জানা গেছে, সিনেমার প্রায় ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যার অধিকাংশই ঢাকা, রাজশাহী এবং দেশের অন্যান্য লোকেশনে করা হয়েছে। বাকি থাকা আন্তর্জাতিক দৃশ্যগুলো, বিশেষ করে অ্যাকশন ও গানের অংশগুলো, শ্রীলঙ্কার মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হবে।
‘তুফান’–এর পর ‘তাণ্ডব’: রাফি-শাকিব জুটির দ্বিতীয় মেগা প্রজেক্ট
প্রসঙ্গত, গত বছর ব্লকবাস্টার ‘তুফান’ দিয়ে পরিচালক রায়হান রাফি ও শাকিব খানের সফল জুটি গড়ে উঠে। সেই ধারাবাহিকতায় আবারও তারা এক হচ্ছেন ‘তাণ্ডব’ নিয়ে। ছবিটির প্রযোজনায় রয়েছেন শাহরিয়ার শাকিল। শাকিব-সাবিলা জুটির পাশাপাশি ছবিতে আছেন জয়া আহসান, এফএস নাঈম-সহ আরও অনেক পরিচিত মুখ।
সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। তাই কোনো রকম ছাড় না দিয়ে শুটিং ও পোস্ট-প্রোডাকশন কাজে পুরো ইউনিট ব্যস্ত সময় পার করছে। বিদেশে শুটিংয়ের মাধ্যমে দর্শকদের জন্য একটি ভিজ্যুয়ালি গ্ল্যামারাস ও অ্যাকশন-প্যাকড সিনেমা উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ‘তাণ্ডব’ টিম।
ব্যক্তিগত গুঞ্জনের বাইরে গিয়ে কাজের প্রতি অটুট কমিটমেন্টের দৃষ্টান্ত স্থাপন করলেন শাকিব খান। শ্রীলঙ্কা সফর তার পেশাদারিত্বেরই আরেকটি দৃষ্টান্ত। আপাতত দর্শকের অপেক্ষা, কেমন চমক নিয়ে ঈদে হাজির হবেন ‘তাণ্ডব’ এর শাকিব।
Leave a Reply