আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাস এবং পূর্ণাঙ্গ বাজেট—এই তিন দফা দাবিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিাবর রাজধানীর কাকরাইল মসজিদের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফেরার কথা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান। “রাজপথে নেমেছি, এখন দাবি আদায় না করে ক্যাম্পাসে ফিরব না”—এমন স্পষ্ট বার্তা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য মাসিক আবাসন ভাতা প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প একনেক সভায় চূড়ান্ত অনুমোদন
প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের অনুমোদন
শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষকরাও আন্দোলনের পাশে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকেও কোনো আশ্বাস মেলেনি। তার ভাষায়, “দাবি পূরণ না হলে আন্দোলন শুধু জগন্নাথেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে সারা দেশের শিক্ষাঙ্গনে।”
এর আগে, বুধবার সকালে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ‘লং মার্চ’ শুরু করলে কাকরাইল মোড়ে পুলিশ বাধা দেয়। এরপর সেখানেই দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিবাদ চালিয়ে যান ছাত্র-শিক্ষকরা।
এই আন্দোলন এখন শুধু দাবির নয়, বরং একটি প্রতীক হয়ে উঠেছে—একটি ‘বাধ্যতা’ যেখানে শিক্ষার্থীরা বলছেন, “আমরা আর প্রতিশ্রুতির ফাঁদে পা দেব না, এবার চাই বাস্তবায়ন।”
Leave a Reply