সেলিব্রেটি ক্রিকেট লিগ—ক্রিকেট না শোবিজের প্রদর্শনী? এই প্রশ্নকে সামনে রেখে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে এবারের আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫’। খেলার মাঠে উত্তেজনার বদলে দৃষ্টিকটু পোশাক আর অশালীন আচরণে বিভ্রান্ত হয়েছে দর্শক, এমন অভিযোগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন লিগে অংশ নেওয়া ৯ জন শোবিজ তারকার বিরুদ্ধে।
নোটিশে দাবি করা হয়েছে, ক্রিকেট বাঙালির আবেগের জায়গা—সেই পবিত্র খেলাকে কলুষিত করছে এই আয়োজন। নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মারিয়া, সিনথিয়া, ইয়াসমিন কেয়া, পায়েল, নাদিয়া, আলিশা, নিলা এবং দুই নির্মাতা।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এই সেলিব্রেটি লিগে ক্রিকেট খেলার নামে ‘ফিগার প্রদর্শনের প্রতিযোগিতা’ হয়েছে। তিনি বলেন—
“যদি আসল উদ্দেশ্য খেলা না হয়, আর খেলাধুলার পোশাকের নামে যদি অশালীনতা ছড়ানো হয়, তবে সেটা শুধু খেলার অবমাননা নয়, সমাজ ও সংস্কৃতির দিক থেকেও তা নিন্দনীয়।”
তিনি আরও অভিযোগ করেন, প্রতিযোগীদের অনেকের পোশাক ছিল অশালীন ও অনুপযুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, পরিবার নিয়ে এই খেলা দেখা সম্ভব নয়।
সেলিব্রেটি ক্রিকেট লিগটি শুরু হয় গত ৫ মে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। একাধিক অভিনেতা-অভিনেত্রীর অংশগ্রহণে জমজমাট হলেও বিতর্ক শুরু হয় খেলার বাইরের আচরণ ও উপস্থাপনাকে ঘিরে।
আইনজীবী নোটিশে আরও বলেন—
“ক্রিকেট মানেই শুধু বল ও ব্যাটের খেলা না, এটি একটি অনুভূতির বিষয়। কিন্তু এই ধরনের আয়োজনে ক্রিকেটের মর্যাদা নষ্ট হচ্ছে। আমরা চাই, এই ধরনের আয়োজন যদি হয়, তাহলে সেটা যেন খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে।”
আইনি নোটিশে অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে। নতুবা তাদের বিরুদ্ধে মানহানিসহ অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন নোটিশ প্রদানকারী আইনজীবী।
“ক্রিকেট লিগের নামে যদি অশ্লীলতা ছড়ানো হয়, আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব,” বলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ‘মিডিয়া ট্রায়াল’ বলে উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ বলছেন—শোবিজ ও খেলাধুলার মেলবন্ধনে যদি সংস্কৃতি ও শালীনতা না থাকে, তবে তা সমাজের জন্য ক্ষতিকর বার্তা দেয়।
এই বিতর্ক ইতিমধ্যেই সংশ্লিষ্ট আয়োজকদের ভাবনায় ফেলেছে। তবে তারা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
Leave a Reply