কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই, ইব্রাহিম আলী (১২) এবং ইমরান হোসেন (৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত দুই শিশু উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা। তারা আপন দুই ভাই। গত শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। এ সময় তাদের সহপাঠী রাফি ইসলাম (১৩) তীরে উঠে গেলেও ইব্রাহিম ও ইমরান নদীতে ডুবে যায়।
এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে প্রায় তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় তাদের মরদেহ ভাসতে দেখা যায় এবং উদ্ধার করা হয়।
ওসি জিল্লুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, ছয় বছর আগে ইমরান ও ইব্রাহিমের মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ ঘটে। এরপর মা ইসমো তারার অন্যত্র বিয়ে হলে দুই শিশু নানা ইসলাম আলীর বাড়িতে বসবাস করছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয়দের মাঝে শোকের ছায়া ফেলেছে, এবং এটি নদীর বিপদ সম্পর্কে একটি বড় সতর্কবাণী হিসেবে দাঁড়িয়েছে।
Leave a Reply