সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করেনি বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “৬ ও ৭ মে ভারতের পক্ষ থেকেই পাকিস্তানে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। এরপর তারাই আবার যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতার অনুরোধ জানায়। পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে—উপযুক্ত জবাব দেওয়ার পরেই আমরা কোনো ধরনের যোগাযোগে যাব।”
‘১৬০ কোটির জীবনের প্রশ্ন, যুদ্ধ নয়’ জেনারেল শরীফ আরও বলেন, “ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নেই। কারণ, এই দুই দেশের সংঘাত মানে ১৬০ কোটি মানুষের জীবন ঝুঁকিতে পড়া। পাকিস্তান অত্যন্ত দায়িত্বশীল ও পরিপক্ব মনোভাব নিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করেছে।”
‘আমরা প্রতিশ্রুতি পালন করি, আগ্রাসনের জবাব দিতেও জানি’ পাকিস্তানের সামরিক বাহিনীর অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে আমি ২০০ শতাংশ নিশ্চিত করে বলতে পারি—আমাদের সেনারা নিয়ন্ত্রণরেখায় (LoC) পুরোপুরি যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে। আমরা পেশাদার বাহিনী এবং সরকারের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করি। পাকিস্তান একটি শান্তিপ্রিয় জাতি। তবে কারও আগ্রাসন হলে তার উপযুক্ত জবাব দিতে আমরা সদা প্রস্তুত।”
গত সপ্তাহে সীমান্ত এলাকাগুলোতে টানটান উত্তেজনা তৈরি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও গোলাবর্ষণের অভিযোগ উঠে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক যোগাযোগ শুরু হলেও সামরিক স্তরে একে অপরকে পাল্টা বার্তা দিচ্ছে দুই পক্ষই। এই অবস্থায় পাকিস্তানের পক্ষ থেকে ‘যুদ্ধবিরতির অনুরোধ’ সংক্রান্ত জল্পনায় আজকের বিবৃতি নতুন মাত্রা যোগ করেছে।
Leave a Reply