আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চলমান রাজনৈতিক চাপ আরও তীব্র হচ্ছে। শনিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ঘোষণা দিয়েছেন: নির্দিষ্ট রোডম্যাপ না এলে দলটি ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করবে।
গণজমায়েতে বক্তব্যে হাসনাত বলেন,
অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো রোডম্যাপ পাইনি। আগামী এক ঘণ্টার মধ্যে যদি স্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আমরা রাজপথে নেমে যমুনা অভিমুখে যাত্রা করব।
তিনি জানান, প্রথম ধাপে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে রাজসিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে তা রূপ নেবে বৃহত্তর ‘মার্চ টু যমুনা’ আন্দোলনে।
হাসনাত আরও বলেন,
“এক ঘণ্টা পর আমরা শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত পুরো রাস্তাটি দখলে নেব, যার কেন্দ্রবিন্দু হবে রাজসিক মোড়। উপদেষ্টা পরিষদকে আমরা স্পষ্ট করে দিতে চাই—দ্বিধাদ্বন্দ্ব বা গড়িমসি নয়, এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখনো আমরা আপনাদের বিশ্বাস করতে চাই, কিন্তু সিদ্ধান্তে দেরি হলে সে বিশ্বাস টিকে থাকবে না।”
যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে এনসিপির এ ধরনের প্রকাশ্য আল্টিমেটাম এবং রাজপথে সক্রিয় কর্মসূচি বিশেষ গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে সরকারপন্থী দলকে নিষিদ্ধ করার মতো স্পর্শকাতর ইস্যুতে। এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও অবস্থান স্পষ্টভাবে নজরদারিতে রয়েছে।
Leave a Reply