চার দিন ধরে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি সামরিক অভিযানের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান তিনি।
ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন,
“আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক এবং পূর্ণমাত্রার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
ট্রাম্প দুই দেশের নেতাদের “সাধারণ জ্ঞান ও দুর্দান্ত কৌশলী প্রজ্ঞার” প্রশংসা করেন, যা এই সমঝোতায় পৌঁছাতে সহায়ক হয়েছে বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক পর্যায়ে ট্রাম্পের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
“স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সংঘাত বন্ধে আমরা একমত হয়েছি।”
পাকিস্তানের পক্ষ থেকেও আসে একই রকম বার্তা। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন,
“ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি সঙ্গে সঙ্গে কার্যকর হচ্ছে। পাকিস্তান সবসময় আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির পক্ষে। তবে, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নে কোনো আপস নয়।”
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ এড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে শান্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক ঘটনাপ্রবাহের ওপর।
Leave a Reply