দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ দুই চালানের জন্য সরকারের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,১০৪ কোটি ৪১ লাখ টাকা ছাড়িয়ে।
বুধবার (৭ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার আওতায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে স্পট মার্কেট থেকে দুটি আলাদা সময়সীমায় এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
প্রথম কার্গোটি ৩০-৩১ মে ২০২৫ সময়কালের জন্য নির্ধারিত। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এই চালান কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৯ লাখ টাকা।
দ্বিতীয় কার্গোটি ২-৩ জুলাই ২০২৫ সময়কালের জন্য, এবং একই সরবরাহকারী প্রতিষ্ঠান থেকেই আমদানি করা হবে। এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৫৫ কোটি ৩২ লাখ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই দুটি কার্গো অনুমোদন পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে ২৯ এপ্রিল একই ধরনের সিদ্ধান্তে সিঙ্গাপুর থেকেই আরও তিনটি এলএনজি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছিল, যার জন্য বরাদ্দ ছিল প্রায় ১,৬২০ কোটি টাকা।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ববাজারে গ্যাসের দামের অস্থিরতা ও দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনের সীমাবদ্ধতার কারণে স্পট মার্কেটে এলএনজি আমদানির প্রতি সরকারের নির্ভরতা বাড়ছে। তবে পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদি কৌশল না নিলে ভবিষ্যতে জ্বালানি খাতে ব্যয় ও সরবরাহ দুটিই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
Leave a Reply