বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে এবং ভোটাধিকার নিশ্চিত করতে পদ্ধতিগত সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার—এমনই বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
(৬ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অনিয়ম ও দুর্বলতা দূর করে একটি কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “ভোটাধিকারকে অর্থবহ করতে হলে প্রতিষ্ঠানগত সংস্কার অপরিহার্য। এই সরকারের দায়িত্বই হলো সেসব ভিত্তি পুনর্নির্মাণ করা, যাতে ভবিষ্যৎ সরকারগুলো শক্তিশালী গণতান্ত্রিক মানদণ্ডের ওপর প্রতিষ্ঠিত হতে পারে।”
তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “রাজনীতি শুধু অভিজ্ঞদের খেলা নয়। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলা সম্ভব নয়। এখনই সময় রাজনীতিকে ইতিবাচকভাবে ধারণ করার।”
বিশ্বব্যাপী শান্তি ও উন্নয়নে ভূমিকা রাখা নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি নিরপেক্ষ মধ্যবর্তী রূপান্তরকালীন ভূমিকা পালন করছেন, যেখানে তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আগামী দিনের নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে।
Leave a Reply