কাশ্মীরের পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখনই ভারতের একাধিক প্রতিরক্ষা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলার অভিযোগ উঠেছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র ও সংবাদমাধ্যম NDTV জানায়, পাকিস্তানভিত্তিক হ্যাকার গোষ্ঠী ‘পাকিস্তান সাইবার ফোর্স’ এ হামলার দায় স্বীকার করেছে।
এই গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দাবি করেছে, তারা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (MES) এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস (MP-IDSA)-এর সংবেদনশীল তথ্য সংগ্রহে সফল হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ লগইন ডেটা এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য, যা গোপনীয়তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের (AVNL) ওয়েবসাইটেও হ্যাকিংয়ের প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য তথ্যফাঁসের ঝুঁকি নিরূপণের লক্ষ্যে AVNL-এর ওয়েবসাইট আপাতত অফলাইনে নেওয়া হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর প্রতিরক্ষা অবকাঠামোর সাইবার নিরাপত্তা জোরদারে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে। সাইবার হামলার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুরক্ষা ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এমন হামলা শুধু ডিজিটাল নিরাপত্তার হুমকি নয়, এটি এক ধরনের যুদ্ধের ছায়া, যেখানে তথ্যই অস্ত্র।
Leave a Reply