বাংলাদেশে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ‘স্বচ্ছ ও নিরপেক্ষভাবে’ সম্পন্ন করা জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ডিক্যাব টকে’ কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিলার এ মন্তব্য করেন।
তিনি বলেন,
জুলাই ঘটনার বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিচারপ্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ন্যায়বিচার ও স্বচ্ছতা অপরিহার্য।
এ সময় তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়াকে সমর্থন জানায় এবং এসব প্রক্রিয়াকে সফল করতে প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে মত দেয়।
নির্বাচনের সময় নির্ধারণ বিষয়ে ইইউ’র অবস্থান স্পষ্ট:
বাংলাদেশে কখন নির্বাচন হবে, তা পুরোপুরি দেশের অভ্যন্তরীণ বিষয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পক্ষকে চাপে ফেলার প্রশ্নই ওঠে না।
রোহিঙ্গা সংকট ও রাখাইন প্রসঙ্গে ইইউ’র অঙ্গীকার:
রাখাইনে মানবিক করিডর গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মিলার বলেন, করিডর কার্যকর হোক বা না হোক, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও খাদ্য সহায়তা দিয়ে পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন।
অবৈধ অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন:
“বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টি একটি জটিল আইনি প্রক্রিয়া। এতে সময় লাগবে, কিন্তু আইনের ফ্রেমওয়ার্ক মেনেই এ বিষয়ে অগ্রসর হওয়া জরুরি।”
ডিক্যাব আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মিলার কূটনৈতিকভাবে স্পষ্ট, সংযত এবং সহযোগিতামূলক অবস্থান তুলে ধরেন।
Leave a Reply