1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

শাপলা চত্বর ট্র্যাজেডি: হেফাজতের প্রাথমিক তালিকায় ৯৩ নিহতের দাবি, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬৬ Time View

২০১৩ সালের ৫ মে রাতে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশ ছত্রভঙ্গ করতে চালানো যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর এক যুগ পেরিয়ে গেলেও এখনো সেই রাতের মৃত্যুর সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর, সংগঠনটি এক খসড়া তালিকার মাধ্যমে জানায়—ওই অভিযানে নিহতের সংখ্যা অন্তত ৯৩ জন।

হেফাজত বলছে, এটি একটি প্রাথমিক তালিকা, যার তথ্য এখনও যাচাই-বাছাই চলছে। তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ চলমান থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংগঠনটি। এর আগে, স্বীকৃত মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করেছিল, যা নিয়েও দেশে-বিদেশে আলোচনা হয়েছে।

হেফাজতের তালিকাটি গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলে নতুন করে শাপলা চত্বরের ঘটনার গুরুত্ব সামনে এনেছে। দীর্ঘ সময় পর সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের তথ্য প্রকাশে সরকারের নীতিনির্ধারকদের দায়িত্বশীলতা ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি আবারও সামনে চলে এসেছে।

ঘটনার প্রায় এক দশক পরও, নিহতদের সংখ্যা নিয়ে রাষ্ট্র ও সংগঠনগুলোর মধ্যে মতপার্থক্য এবং তথ্যঘাটতি এই ট্র্যাজেডিকে ঘিরে একটি অন্ধকার অধ্যায় হিসেবেই রেখে যাচ্ছে ইতিহাসের পাতায়।

Hefazat-E-Islam-20250504211444-20250505002003_1746_250505_092942

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss