২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করে নির্ধারিত সময়ের মধ্যেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।
শনিবার রাজধানীর মগবাজারে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
সংবিধান অনুযায়ী ভোটের সময়সীমা মাথায় রেখে সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে। আমরা চাই নির্বাচনী ব্যবস্থা হোক আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে (PR System)। এতে কালো টাকার প্রভাব, প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য অনেকাংশেই কমে আসবে।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান নারী ইস্যুতে গঠিত বর্তমান সংস্কার কমিটি বাতিলের জোর দাবি জানান। তার ভাষায়, “এই কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে তা সরাসরি কোরআনের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়বে। ইসলাম ও জাতীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়।”
তিনি নতুন একটি ‘জনমতভিত্তিক ও ধর্মীয় মূল্যবোধসম্মত’ নারীবিষয়ক কমিটি গঠনের প্রস্তাবও দেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশের জন্য একটি কল্যাণকর, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত ইসলাম অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত। পরিবর্তনের জন্য আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা অপরিহার্য। এ দায়িত্ব পালনে দল অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।”
Leave a Reply