এবারের হজে ‘রোড টু মক্কা’ উদ্যোগের আওতায় ১১ হাজার ৬০ জন বাংলাদেশি হজযাত্রী ইতোমধ্যেই ২৭টি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেছেন। এর মধ্যে ৯ হাজার ৫৪৯ জন সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন। তবে টিকিট থাকা সত্ত্বেও ভিসা সমস্যার কারণে এখনও যাত্রা করতে পারেননি ২৩ জন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, এখনো পর্যন্ত ভিসা পাননি ১৬ হাজার ২৬১ জন হজ আবেদনকারী।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে হজ পরিচালক লোকমান হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, সৌদি দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বাংলাদেশ, যাতে দ্রুত ভিসা জটিলতা দূর করে হজযাত্রা নির্বিঘ্ন করা যায়।
এদিকে, সৌদি সরকারের অনলাইন ভিসা প্ল্যাটফর্ম ‘নুসুক’ সচল থাকলেও গত কয়েকদিনে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির হার তুলনামূলকভাবে কম।
মক্কায় পৌঁছানো হজযাত্রীরা জানান, ‘রোড টু মক্কা’ উদ্যোগের আওতায় ঢাকা থেকেই সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হওয়ায় বিমানবন্দরে সময় এবং হয়রানি কমেছে। এতে তারা সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply