এএফসি চ্যাম্পিয়নস লিগের শিরোপার স্বপ্নভঙ্গ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের। মঙ্গলবার রাতে সেমিফাইনালে তারা ৩-২ গোলের নাটকীয় পরাজয়ে বিদায় নেয় জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১০ মিনিটেই তাতসুয়ে দারুণ এক ভলিতে কাওয়াসাকিকে এগিয়ে নেন। তবে ২৮ মিনিটে সাদিও মানের গোলে সমতায় ফেরে আল নাসর। ছয় মিনিট পরেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদো, কিন্তু তার হেড ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির আগ মুহূর্তে ওজেকি গোল করে আবারও লিড এনে দেন জাপানি ক্লাবকে।
দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে কাওয়াসাকি। ৭৬ মিনিটে আকিহিরোর বাঁ পায়ের শটে ব্যবধান হয় ৩-১। ৮৭ মিনিটে আইমান গোল করে ব্যবধান কমান এবং ম্যাচে উত্তেজনা ফেরান।
নাটকীয় মুহূর্ত আসে ইনজুরি টাইমে। ৯৫ মিনিটে রোনালদোর সামনে গোল করার সুবর্ণ সুযোগ থাকলেও একদম ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন এই পর্তুগিজ তারকা। একক প্রচেষ্টায় গোলরক্ষককে পাশ কাটাতে না পারায় হাতছাড়া হয় সমতার সম্ভাবনা।
শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আল নাসর। ফলে ফাইনালের টিকিট কাওয়াসাকি ফ্রন্তালেরই ঝুলিতে।
Leave a Reply