দক্ষিণ এশিয়ার চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের দুই শীর্ষ নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশকে উত্তেজনা প্রশমন ও যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলার আহ্বান জানান তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, বুধবার (৩০ এপ্রিল) পৃথক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন রুবিও। এ সময় কাশ্মির ইস্যু ঘিরে উদ্ভূত উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ভারতীয় মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলাপকালে পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।
অপরদিকে, শেহবাজ শরিফের সঙ্গে কথোপকথনে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর বিষয়ে পাকিস্তানের প্রতি আহ্বান জানান রুবিও। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশকে সরাসরি সংলাপ ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর এবং টেকসই যোগাযোগ জরুরি।
Leave a Reply