গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসাইরাত এলাকায় ইসরায়েলের এক ভয়াবহ বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয়রা এ হামলার ধ্বংসযজ্ঞকে “ভূমিকম্পের মতো” বলে বর্ণনা করেছেন। গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে আরও অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান শুনানির তৃতীয় দিনে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। তারা আদালত ও জাতিসংঘকে ইসরায়েলের প্রতি ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে বিশ্ব সম্প্রদায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ইসরায়েলের পূর্ণ অবরোধে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ৬০তম দিনে জাতিসংঘ একে “মানবিক বিপর্যয়” আখ্যা দিয়ে তা বন্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত ৫২,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১১৮,০১৪ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষকে মৃত হিসেবে ধরে নিয়ে প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ব্রিটিশ বাহিনী সম্প্রতি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে অংশ নিয়েছে।
এই যুদ্ধের সূচনা হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত এক আক্রমণের মাধ্যমে, যেখানে ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে জিম্মি করা হয়।
Leave a Reply