জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসটি কেবল দলের জন্যই নয়, তার ব্যক্তিগত ক্যারিয়ারেও এনে দিয়েছে নতুন মাইলফলক। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেওয়ার পাশাপাশি তিনি প্রবেশ করেছেন একটি বিরল ক্লাবে—টেস্টে ২০০০ রান এবং ২০০ উইকেটের মালিক হয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে যখন প্রথম ইনিংসে বাংলাদেশ কিছুটা চাপে ছিল, তখনই ব্যাট হাতে দৃঢ়তা দেখান মিরাজ। প্রথমে তাইজুল ইসলাম এবং পরে তরুণ তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে মূল্যবান জুটি গড়ে তিনি দলকে এনে দেন বড় লিড।
এই ইনিংসের মধ্য দিয়ে মিরাজ হয়েছেন বিশ্বের ২৬তম ক্রিকেটার, যিনি টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের কীর্তি গড়েছেন। বাংলাদেশের পক্ষে এটি দ্বিতীয় অর্জন—এর আগে কেবল সাকিব আল হাসানই এই দ্বৈত মাইলফলক ছুঁতে পেরেছিলেন।
এছাড়াও, মিরাজ টেস্টে বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে ২০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন, যা তার ব্যাটিং সামর্থ্যের ধারাবাহিক উন্নতির একটি উজ্জ্বল প্রমাণ।
Leave a Reply