২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের ৩০০ পরিবারের হাতে নতুন গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঘরগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখনই আকস্মিকভাবে বন্যা শুরু হয়। অন্যবারের চেয়ে এবারের দুর্যোগ ছিল ভিন্ন এবং আরও বিপর্যয়কর। অনেকেই ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “প্রথমে অনেকে অর্থ সহায়তার প্রস্তাব দেন, তবে আমি চাচ্ছিলাম না যে অর্থ বিতরণের মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি হোক। তাই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়, যার বাস্তবায়ন করেছে সেনাবাহিনী।”
ড. ইউনুস জানান, সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সীমিত অর্থে গুণগতমান বজায় রেখে ঘরগুলো নির্মাণ করেছে। বরাদ্দকৃত অর্থের অর্ধেক ব্যবহার করেই কাজ সম্পন্ন হওয়াকে তিনি ‘ইতিবাচক ব্যতিক্রম’ বলে উল্লেখ করেন।
শেষে প্রধান উপদেষ্টা বলেন, “এই উদ্যোগ শুধুই আশ্রয়ের নয়, এটি প্রমাণ করে সৎভাবে কাজ করলে কীভাবে অল্প ব্যয়ে বড় ফল পাওয়া যায়। এখন এই পরিবারগুলো যেন তাদের সন্তানদের ভবিষ্যতের দিকে নজর দিতে পারে।”
Leave a Reply