জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহত ও আহতদের পুনর্বাসন এবং আন্দোলনের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে সরকার আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর’ গঠন করেছে। সোমবার (২৮ এপ্রিল) এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, গত বছরের ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের ভিত্তিতে নতুন এই অধিদফতর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়।
এর আগে ২৮ ডিসেম্বর, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় অধিদফতর গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা পরে উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়।
এই অধিদফতর জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরবে এবং তার চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
Leave a Reply