লিভারপুলের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ সালাহ। ২০১৯-২০ মৌসুমের পর আবারও প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে অলরেডরা, আর এই সাফল্যের অন্যতম প্রধান নায়ক মিশরীয় সুপারস্টার সালাহ।
রোববার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে একটি গোল করেন সালাহ। এই গোলের মাধ্যমে তিনি ইংল্যান্ডে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে যান।
সালাহর গোল সংখ্যা এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি, যেখানে আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল। সালাহর এই অসাধারণ অর্জন তাকে ইতিহাসের পাতায় এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বর্তমানে সালাহর পেছনে রয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি, যিনি আর্সেনালের হয়ে ২৫৮ ম্যাচে করেছেন ১৭৫ গোল।
এছাড়া লিভারপুলের জন্য এবারের লিগ শিরোপাও বিশেষ তাৎপর্যপূর্ণ। এতদিন ২০টি লিগ শিরোপা নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগজয়ী দল ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার লিভারপুলও তাদের পাশে এসে দাঁড়াল।
শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগ এবং লিগ কাপ শিরোপার সংখ্যায়ও ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে গেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সংগ্রহ এখন ছয়টি, যেখানে ইউনাইটেডের আছে তিনটি। লিগ কাপ জয়ের সংখ্যাতেও এগিয়ে রয়েছে অলরেডরা।
লিভারপুলের এই দুর্দান্ত সাফল্যে মোহাম্মদ সালাহর অবদান নিঃসন্দেহে ইতিহাসের অংশ হয়ে থাকবে।
Leave a Reply