চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। নতুন করে টেস্ট অভিষেক ঘটছে পেসার তানজিম সাকিবের।
সিলেট টেস্টে খেলা নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাওয়ায় তার স্থানে জায়গা পেয়েছেন তরুণ এই পেসার। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয় ও স্পিনার নাঈম হাসান।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছে জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশকে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে।
প্রথম টেস্টের স্কোয়াডে না থাকা এনামুল হক বিজয় এবার দলে ফিরেছেন দুর্দান্ত ফর্মের কারণে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে তিনি করেছেন ৮৭৪ রান, যা নির্বাচকদের দৃষ্টি কেড়েছে।
জিম্বাবুয়ের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ভিক্টর নাইয়াউচি ও নায়াশা মায়াভো বাদ পড়েছেন; পরিবর্তে জায়গা পেয়েছেন ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদজওয়া সিগা।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান ও তানজিম সাকিব।
জিম্বাবুয়ে একাদশ:
ব্রায়ান বেনেট, বেন কুরান, নিক ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেগ আরভিন, ওয়েসলি মেধেভেরে, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা ও ব্লেসিং মুজারাবানি।
Leave a Reply