ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে। টানা চতুর্থ রাতেও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাতে কুপওয়ারা ও পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর দাবি, পাকিস্তান বিনা উসকানিতে হামলা চালিয়েছে।
পহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর নিয়ন্ত্রণরেখায় টানা চতুর্থ রাতে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো। তবে এনডিটিভি জানিয়েছে, এবারের গোলাগুলিতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে এবার পুঞ্চ সীমান্তে প্রথমবারের মতো দুই পক্ষের সরাসরি সংঘর্ষ হলো।
এদিকে, পহেলগাম হামলার তদন্তে আন্তর্জাতিক ভূমিকার আহ্বান জানিয়েছে পাকিস্তান। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন,
আমি মনে করি, রাশিয়া, চীন এবং পশ্চিমা দেশগুলোও সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমনকি একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠন করে সত্য-মিথ্যার নিরপেক্ষ তদন্ত করা উচিত।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার প্রকৃত দায়ীদের শনাক্তে অভিযান চলছে। এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পাশাপাশি, হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার মূল পরিকল্পনাকারীরা এখনও অধরা।
Leave a Reply