ইরানের গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।
শনিবার (২৬ এপ্রিল) বন্দর আব্বাসের সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে এবং পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত এই ইয়ার্ডটি শহর কেন্দ্র থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। বিস্ফোরণের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।
ইরানের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মেহরদাদ হাসানজাদেহ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
হরমুজগান বন্দর ও সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ জানান, বিস্ফোরণটি শহীদ রেজাই বন্দরের ডকের কাছে ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ির চিত্রও প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, বন্দর আব্বাস ইরানের অন্যতম প্রধান সমুদ্র বন্দর। এখানে কন্টেইনার, তেলের ট্যাঙ্ক এবং পেট্রোকেমিক্যাল পণ্য ওঠানামার কাজ হয়ে থাকে। এর আগে ২০২০ সালে, এই বন্দরে বড় ধরনের একটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল, যার ফলে দীর্ঘদিন পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়।
সরকারি সূত্র জানিয়েছে, বিস্ফোরণের বিষয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply