প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আধুনিক সভ্যতা ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে উঠছে, যা বিশ্বকে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এই সভ্যতা শুধু সম্পদের অপচয় ও বর্জ্য বাড়িয়ে তুলছে, যা একদিন মানবজাতির টিকে থাকার জন্যই হুমকি হয়ে উঠবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “A World of Three Zeros: Zero Net Carbon Emissions, Zero Wealth Concentration and Zero Unemployment” শীর্ষক এক অধিবেশনে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “এই বিশ্বকে পরিবর্তন করতে হলে আমাদের ‘থ্রি জিরো’ নীতিকে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র কার্বন নিঃসরণ কমানো নয়, সম্পদের সুষম বণ্টন এবং বেকারত্ব শূন্যে নামিয়ে আনাও জরুরি।”
তিনি তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তার ভাষায়, “তরুণরা যদি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যায়, তবে সমাজ বদলানো সম্ভব। সাইন্স ফিকশনের পাশাপাশি সোশ্যাল ফিকশন লিখুন—সমাজের বাস্তব সংকটগুলো উঠে আসবে।”
দারিদ্র্য ব্যবস্থাগতভাবে তৈরি হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, “গরিব মানুষ গরিব হয় না, বরং দারিদ্র্য তৈরি করে একটি বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো।”
বক্তব্য শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার।
Leave a Reply