আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করলেন জাসপ্রিত বুমরাহ। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করলেন এই ভারতীয় পেস তারকা, যেখানে দ্রুততার বিচারে টপকে গেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে এবং জায়গা করে নিয়েছেন সেরা তিনে।
বুধবার (২৩ এপ্রিল) হায়দরাবাদের বিপক্ষে একটি উইকেট তুলে নিয়েই বুমরাহ পৌঁছে যান ৩০০ উইকেটের মাইলফলকে। এই কীর্তি গড়তে তার প্রয়োজন হয়েছে ২৩৭ ইনিংস, যেখানে মোস্তাফিজের লেগেছিল ২৪১ ইনিংস। পেসারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ৩০০ উইকেটের রেকর্ড এখনও অ্যান্ড্রু টাইয়ের, যিনি মাত্র ২০৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস), আর পঞ্চম স্থানে আছেন টিম সাউদি (২৪৮ ইনিংস)।
একই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও একটি বড় রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরাহ। দলটির হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক লাসিথ মালিঙ্গার (১৭০ উইকেট, ১২২ ইনিংস) পাশে নিজের নাম বসিয়েছেন তিনি, যদিও বুমরাহ এই অর্জন করেছেন ১৩৮ ইনিংসে।
সব ফরম্যাট মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় এখনও শীর্ষে রয়েছেন মালিঙ্গা—১৩৭ ইনিংসে ১৯৫ উইকেট। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ২৫টি উইকেট, যা তাকে বুমরাহর চেয়ে এগিয়ে রেখেছে। বুমরাহ এই প্রতিযোগিতায় নিয়েছেন ৩টি উইকেট, সব মিলিয়ে তার সংগ্রহ ১৭৩টি।
উল্লেখযোগ্যভাবে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল মাতিয়েছেন মালিঙ্গা। ২০১৩ সালে অভিষেক হওয়া বুমরাহও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে চলেছেন, যদিও ইনজুরির কারণে ২০২৩ মৌসুমে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।
Leave a Reply