গাজার শাতি শরণার্থী শিবিরে শীতকালীন ঝড়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত একটি পরিবারের বাড়ির ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ছয়জন ফিলিস্তিনিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। উদ্ধার হওয়াদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
এদিকে, গাজা উপত্যকায় প্রচণ্ড শীত ও পর্যাপ্ত আশ্রয়ের অভাবে হৃদয়বিদারক একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাত্র দুই সপ্তাহ বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে ঠান্ডাজনিত কারণে।
No respite for the children in #Gaza as the bitter cold & floods brought by Storm Byron turn deadly.
Whilst the storm is a natural hazard, its consequences are man-made for a population forced to live amid collapsing ruins in makeshift shelters or in flimsy tents.
Thousands of… pic.twitter.com/MJojGBwrsN
— Philippe Lazzarini (@UNLazzarini) December 17, 2025
চলমান যুদ্ধের ফলে গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আশ্রয়, কম্বল ও প্রয়োজনীয় শীতকালীন সামগ্রী প্রবেশে বাধা থাকায় হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে কিংবা ক্ষতিগ্রস্ত ঘরে বসবাস করতে বাধ্য হচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় অন্তত ৭০ হাজার ৬৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ১৫২ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আশ্রয় ও জরুরি ত্রাণ প্রবেশের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানালেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। শীত, যুদ্ধ ও অবরোধ—এই তিনের চাপে গাজার সাধারণ মানুষ প্রতিদিনই আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.