1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন পূর্ণিমা, জানালেন পারিবারিক জীবনে সুখের কথা

রনি আহম্মেদ
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩১ Time View

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে নিয়ে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। তবে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দীর্ঘ এক পোস্টে বিষয়টি স্পষ্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পূর্ণিমা জানান, ‘বিষধর সাপ ও বন্ধু’ নিয়ে তার আগের স্ট্যাটাসটি আসলে আশপাশের স্বার্থপর ও সুযোগসন্ধানী মানুষদের উদ্দেশ্যে ছিল, পরিবারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু কিছু সংবাদমাধ্যম তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে চটকদার শিরোনাম তৈরি করেছে, যা তাকে ও তার পরিবারকে মর্মাহত করেছে বলে জানান এই অভিনেত্রী।

তিনি লিখেছেন,

“প্রতিটি মানুষের চারপাশে কিছু সুসময়ের বন্ধু ও স্বার্থপর মানুষ থাকে। আমিও এর ব্যতিক্রম নই। সেই অভিজ্ঞতা থেকেই স্ট্যাটাসটি লিখেছিলাম। কিন্তু কেউ কেউ আমার পারিবারিক জীবনের সঙ্গে সেটি গুলিয়ে ফেলেছেন, যা একেবারেই সত্য নয়।”

পূর্ণিমা আরও জানান, তিনি পরিবার ও সংসার নিয়ে ভালো আছেন। পোস্টের শেষে তিনি স্বামী আশিকুর রহমান রবিনের আইডি ট্যাগ করে লেখেন,

“আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।”

 

এছাড়া, তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন— তার দীর্ঘ ক্যারিয়ারে সংবাদকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, এবং ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss