ডেঙ্গুর বিস্তার রোধে শহরবাসীকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাজাহান মিয়া। তিনি সতর্ক করে বলেন, “বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশে যেন কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।”
শনিবার (৫ জুলাই) সকালে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের সময় এই আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন,
“শুধু পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে নয়, ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিককে সম্পৃক্ত হওয়াই এখন সময়ের দাবি। আমরা একটি মনিটরিং টিম গঠন করেছি, যারা মাঠ পর্যায়ে কাজ পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ, প্রচার, ও মোবাইল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।”
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জিহাদী জানান,
“শহরকে আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে অভিযান নিয়মিত চলবে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ, সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে।”
Leave a Reply