জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আশা প্রকাশ করেছেন, সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে চলতি জুলাই মাসের মধ্যভাগেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সপ্তম দিনের রাজনৈতিক সংলাপ শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন,
“সবার নিজ নিজ রাজনৈতিক অবস্থান থাকলেও আমরা বিশ্বাস করি — আলোচনা অব্যাহত থাকলে জাতীয় স্বার্থে একটি জায়গায় পৌঁছানো সম্ভব। মানুষ সংস্কার চায়, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”
এদিন সংলাপ শুরু হয় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধি অংশ নেন।
২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার আলোচনায় ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে ২ জুলাই।
এই পর্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—
তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনা,
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সীমাবদ্ধতা,
এবং অন্যান্য অমীমাংসিত সাংবিধানিক বিষয়।
আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে অধ্যাপক রীয়াজ বলেন,
“অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষীয় সংসদব্যবস্থার পক্ষে। তারা মনে করে, উচ্চকক্ষের আসন বরাদ্দ প্রাপ্ত ভোটের ভিত্তিতে হওয়া উচিত।”
তবে কিছু দল এখনো দ্বিমত পোষণ করছে বলেও জানান তিনি।
আলী রীয়াজ স্মরণ করিয়ে দেন,
“আমরা কেউই অতীতে ফিরে যেতে চাই না। গত বছরের জুলাই ঐক্যের চেতনা ছিল আমাদের চালিকাশক্তি। এখন প্রশ্ন হলো— সেই অঙ্গীকার কতটুকু বাস্তবায়িত হয়েছে?”
তিনি আরও বলেন, “দেশের স্বার্থে সকল পক্ষকে ছাড় দিয়ে জাতীয় সনদের প্রস্তাবনা চূড়ান্ত করতে হবে।”
Leave a Reply