আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কমায় এক মাসের মধ্যে সর্বনিম্ন দামে নেমেছে মূল্যবান ধাতুটি। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমেছে ৩,২৭৭ ডলার পর্যন্ত, যা মে মাসের পর সর্বনিম্ন। একইসঙ্গে দেশের বাজারেও বড় ধাক্কা খেয়েছে স্বর্ণের মূল্য—ভরিপ্রতি কমেছে সর্বোচ্চ ২,৬২৪ টাকা।
বিশ্ববাজারে এই মূল্যপতনের পেছনে রয়েছে মার্কিন-চীন বাণিজ্য সম্পর্কের উন্নতি এবং ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি। এতে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা হ্রাস পেয়েছে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্যমতে,
স্পট মার্কেটে স্বর্ণের দাম কমেছে ১.৫ শতাংশ, দাঁড়িয়েছে ৩,২৭৭.১৭ ডলার/আউন্স
ফিউচার মার্কেটে স্বর্ণ লেনদেন হচ্ছে ৩,২৮৭.৬০ ডলারে, যা গত সপ্তাহে ১.৮ শতাংশ কমেছে
এক সপ্তাহে সামগ্রিকভাবে ২.৮ শতাংশ দামের পতন হয়েছে
বিশ্ববাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ জুন) স্বর্ণের নতুন দর নির্ধারণ করে জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম কমায় সামগ্রিক সমন্বয় করা হয়েছে।
নতুন দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট: ১,৭০,২৩৬ টাকা
২১ ক্যারেট: ১,৬২,৫০৩ টাকা
১৮ ক্যারেট: ১,৩৯,২৯১ টাকা
সনাতন পদ্ধতি: ১,১৫,১৭০ টাকা
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ায় স্বর্ণের উপর নির্ভরতা কমেছে। ফলে মূল্যও কমেছে। তবে বিশ্বব্যাপী সুদের হার, মুদ্রাস্ফীতি এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে আবারও স্বর্ণের দাম বাড়তে পারে।
Leave a Reply