দেশের রাজনৈতিক মঞ্চে ইসলামি শক্তির উত্থান এখন সময়ের দাবি—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত এক মহাসমাবেশে তিনি বলেন, “জোটবদ্ধ ইসলামি দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি।”
এই মহাসমাবেশে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন,
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার,
সংবিধান সংস্কার ও ইসলামি মূল্যবোধের অন্তর্ভুক্তি।
রেজাউল করিম বলেন, “বর্তমান রাজনৈতিক কাঠামোতে জনগণের ভোটের মর্যাদা নেই। পিআর পদ্ধতি ছাড়া সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে না।”
তিনি আরও বলেন, “সংস্কারে কালক্ষেপণ করা হলে, তা হবে ২০২৪ সালের গণ-আন্দোলনের সঙ্গে বেইমানি। ১৯৭২ সালের সংবিধান জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছিল। এখন সময় এসেছে সেই ঐতিহাসিক ভুল সংশোধনের।”
অনুষ্ঠানে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন,
“আগামী নির্বাচনে কোনো দল নয়, ক্ষমতায় যাবে ইসলাম। বাংলাদেশের মানুষ কর্তৃত্ববাদী, দুর্নীতিবাজ রাজনীতিকদের আর সংসদে দেখতে চায় না।”
তিনি আরও দাবি করেন, “২৪-এ যাদের রক্তে গণ-অভ্যুত্থানের ভিত রচিত হয়েছে, তারা কখনো চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিজয় মেনে নেবে না।”
Leave a Reply