রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না—এ কথা বহুবার সরাসরি ইসরায়েলকে জানিয়েছে মস্কো। সম্প্রতি স্কাই নিউজ আরবিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি তাঁর বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
পুতিন বলেন,
“আমরা একাধিকবার ইসরায়েলকে জানিয়েছি—ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।”
তবে বাস্তবতা আরও জটিল। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের তথ্যমতে, ইরান ইতোমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা অস্ত্র তৈরি করার পর্যায়ে পৌঁছাতে আর খুব বেশি সময় লাগবে না। যদিও তেহরান বরাবরই বলে আসছে—তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।
উল্লেখযোগ্যভাবে, গত ২৫ মার্চ মার্কিন কংগ্রেসে উপস্থাপিত এক প্রতিবেদনে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (DNI) তুলসি গ্যাবার্ড জানান,
“ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করেনি এবং অস্ত্র নির্মাণের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।”
কিন্তু সেই মূল্যায়নের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে বলেন—
“আমার গোয়েন্দা সংস্থা ভুল করছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ পর্যায়ে রয়েছে।”
এ বক্তব্যে সাড়া দিয়ে গ্যাবার্ড পরে বলেন,
“আমেরিকার কাছে এমন তথ্য আছে, যা ইঙ্গিত দেয়—ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে অস্ত্র তৈরি করতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সেটা হতে দেয়া যাবে না—এবং আমি এতে একমত।”
বিশ্লেষকদের মতে, এই পারস্পরিক বিরোধপূর্ণ বক্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত করছে।
Leave a Reply