ইরান-ইসরায়েল সংঘর্ষে দূতাবাস কর্মীসহ বাংলাদেশিদের নিরাপত্তা হুমকির মুখে, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু
ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে ভয়াবহ সংকটের মুখোমুখি, জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী।
তিনি বলেন,
“তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং আশপাশে থাকা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
যুদ্ধের ছায়ায় প্রবাসীরা
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সচিব বলেন,
ইরানে বর্তমানে ২ হাজারেরও বেশি বাংলাদেশি অবস্থান করছেন,
এর মধ্যে মাত্র তেহরানেই রয়েছেন প্রায় ৪০০ জন,
ইতোমধ্যে ১০০ জন প্রবাসী দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন,
দূতাবাসের ৪০ জন কর্মকর্তা ও কূটনীতিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ যুদ্ধের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং উভয় পক্ষকে সংযম অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সীমাবদ্ধতা ও সংকট
সচিব আরও বলেন,
“এই মুহূর্তে বাংলাদেশিদের পক্ষে ইরান ত্যাগ করা বেশ কঠিন। কারণ, নিষেধাজ্ঞার কারণে সেখানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে না, ফলে সরাসরি আর্থিক সহায়তাও জটিল হয়ে পড়েছে।”
তবে তিনি আশ্বস্ত করে জানান, তেহরান ছাড়াও আশপাশের শহরে থাকা বাংলাদেশিদের দ্রুত অবস্থান যাচাই ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কূটনৈতিক সমন্বয় ও মানবিক আহ্বান
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাংলাদেশ সরকার অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছে, যেন প্রয়োজনে দ্রুত উদ্ধার বা স্থানান্তরের সমন্বয় করা যায়।
Leave a Reply