আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হচ্ছে। বিচারকাজের এ গুরুত্বপূর্ণ পর্ব বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি নজিরবিহীন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
শনিবার (৩১ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, “রোববার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হবে। বিচারিক কার্যক্রম বিটিভির মাধ্যমে লাইভ সম্প্রচারিত হবে, যা ট্রাইব্যুনালের অনুমোদনের ভিত্তিতে হবে।”
এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারে কোনো পক্ষ যাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না তোলে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই এই মামলার দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবে।”
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ছাড়াও অভিযুক্ত হয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
গত ১২ মে তদন্ত শেষ হওয়ার পর চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ হত্যার ঘটনায় শেখ হাসিনার ভূমিকা স্পষ্ট। তার বিরুদ্ধে গণহত্যার নির্দেশ, প্ররোচনা, উসকানি ও মানবতাবিরোধী পাঁচটি গুরুতর অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। একই ধরনের অভিযোগ উঠেছে অপর দুই অভিযুক্তের বিরুদ্ধেও।
বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার একটি বড় নজির তৈরি করতে যাচ্ছে, যা সাধারণ জনগণের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের নজর এখন এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণে।
Leave a Reply