এক সময়ের সম্ভাবনাময় দল বাংলাদেশ এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশম স্থানে। সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্সের ধারাবাহিকতায় আফগানিস্তানেরও নিচে নেমে গেছে লিটন-শান্তদের বাংলাদেশ।
আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২০। টানা চারটি ম্যাচ হেরে টাইগাররা হারিয়েছে ৫ পয়েন্ট, যেখানে প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। অন্যদিকে, আফগানিস্তান এখন ২২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে।আরব আমিরাতের বিপক্ষে হারের ফলে বাংলাদেশের বিপক্ষে ৪ পয়েন্ট যোগ হয়েছে আমিরাতের ঝুলিতে। তারা এখন ১৫তম অবস্থানে রয়েছে, ১৮৩ পয়েন্ট নিয়ে।
টানা হারে বাংলাদেশের অবস্থান এখন এমন এক জায়গায়, যেখানে আয়ারল্যান্ডের মতো দলও মাত্র ১৮ পয়েন্ট পিছিয়ে থাকায় বিপদের ঘণ্টা আরও জোরালোভাবে বাজছে।
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত শীর্ষস্থান ধরে রেখেছে ২৭১ পয়েন্ট নিয়ে। এরপর আছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা রয়েছে ছয় ও সাত নম্বরে। পাকিস্তান ২২৯ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে থাকলেও, সাম্প্রতিক জয় তাদের রেটিং উন্নত করেছে।
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত শীর্ষস্থান ধরে রেখেছে ২৭১ পয়েন্ট নিয়ে। এরপর আছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা রয়েছে ছয় ও সাত নম্বরে। পাকিস্তান ২২৯ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে থাকলেও, সাম্প্রতিক জয় তাদের রেটিং উন্নত করেছে। ২০১২ সালে মাত্র একবার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠেছিল বাংলাদেশ, যা এখনো পর্যন্ত এই ফরম্যাটে তাদের সর্বোচ্চ অবস্থান।আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথচলা শুরু হয় ১৯৯৭ সালে, অর্থাৎ ২৮ বছর আগে। আফগানিস্তান টেস্ট মর্যাদা পায় ২০১৭ সালে—মাত্র ১৬ বছরের পথচলা। তবু অনেক সূচকে আজ তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে।
Leave a Reply