ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কনকাশন বদলি ও ওয়ানডেতে দুই বল ব্যবহারের নিয়মে আনছে গুরুত্বপূর্ণ সংস্কার, যা প্রথম কার্যকর হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে।
বর্তমান নিয়ম অনুযায়ী, কনকাশনের কারণে বদলি খেলোয়াড় হতে হতো ‘লাইক-টু-লাইক’। ব্যাটার চোট পেলে তার বদলি হতে হতো আরেক ব্যাটার, বোলারের বদলে আসতেন বোলার। কিন্তু আইসিসি এবার একধাপ এগিয়ে এই বদলিকে আরও কাঠামোবদ্ধ করেছে।
ক্রিকবাজ জানায়, নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগেই রেফারির কাছে ৫ জন সম্ভাব্য কনকাশন বদলির নাম জমা দিতে হবে। তালিকায় থাকতে হবে একজন ব্যাটার, একজন অলরাউন্ডার, একজন উইকেটকিপার, একজন স্পিনার এবং একজন পেসার। ম্যাচ চলাকালীন কনকাশনের ঘটনা ঘটলে, এই তালিকার মধ্য থেকেই বদলি নিতে হবে। বিশেষ প্রয়োজনে রেফারি প্রয়োজনীয়তা বুঝে লাইক-টু-লাইক বদলির অনুমতি দিতে পারবেন।
নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী ১৭ জুন থেকে, গলে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দিয়েই। যদিও তার আগে ১১ জুন অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখান থেকে বাদ থাকছে এই নিয়ম।
ওয়ানডেতে প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহারের প্রচলিত নিয়মেও বড় পরিবর্তন আনছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ৩৪ ওভার চলবে দুটি নতুন বল দিয়ে—যথারীতি দুই প্রান্ত থেকে। তবে এরপর, অর্থাৎ ৩৫ থেকে ৫০ ওভার পর্যন্ত খেলা হবে শুধুমাত্র একটি বল দিয়ে, যা দুইটির মধ্যে যেকোনো একটি হবে ফিল্ডিং দলের পছন্দমতো।
এই পরিবর্তন কার্যকর হবে ২ জুলাই থেকে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ দিয়ে। কারণ ১৭ জুনের পর ওয়ানডে ম্যাচ রয়েছে শুধু এই দুটি দলেরই। এরপর ১০ জুলাই শুরু হবে এই সিরিজের টি-টোয়েন্টি পর্ব।
আইসিসির সূত্রে জানা গেছে, শুধু কনকাশন বা বল ব্যবহারের নিয়ম নয়, বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা ও ডিআরএস (DRS) ব্যবহারের প্রক্রিয়াতেও আনা হচ্ছে কিছু নতুন নিয়ম। তবে সংশোধিত নিয়মগুলো কী হতে যাচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
Leave a Reply