আঙুলের চোটে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ, যিনি এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায়।
রোববার (২৫ মে) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।পাকিস্তান_সিরিজ
চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে বোলিংয়ের সময় ফিরতি একটি ক্যাচ নিতে গিয়ে বাঁহাতের আঙুলে আঘাত পান মোস্তাফিজ। ম্যাচ চলাকালীন পুরো চার ওভার শেষ করলেও পরে স্ক্যান রিপোর্টে তার আঙুলে ‘ক্লিপ ফ্র্যাকচার’ ধরা পড়ে।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, “মোস্তাফিজকে আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। দুই সপ্তাহ পর তার চোটের অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হবে।”
এদিকে, জাতীয় দলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা পেলেন খালেদ আহমেদ। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধারাবাহিক ও কার্যকর বোলিং পারফরম্যান্স উপহার দেন তিনি। ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলা এই পেসার এখন অপেক্ষায় রয়েছেন ছোট ফরম্যাটে নিজেকে প্রমাণ করার।
Leave a Reply