দীর্ঘদিনের বৈরিতা, সংঘাত ও সীমান্ত উত্তেজনার পর এবার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে অবস্থান নিয়েছেন পাকিস্তানের একটি বড় অংশের মানুষ। সাম্প্রতিক একটি জনমত জরিপ বলছে, পাকিস্তানের অর্ধেক নাগরিক ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার পক্ষে।
জিও নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, গ্যালাপ পাকিস্তান পরিচালিত এই জরিপটি ১২ থেকে ১৮ মে পর্যন্ত দেশব্যাপী শত শত মানুষের অংশগ্রহণে পরিচালিত হয়।
জরিপে অংশগ্রহণকারী ৫০ শতাংশ নাগরিক বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানো উচিত, যা পারস্পরিক সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি কার্যকর পথ হতে পারে বলে তারা মনে করেন। তবে ৩৫ শতাংশ উত্তরদাতা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। তাদের মতে, অমীমাংসিত রাজনৈতিক ও সীমান্তসংক্রান্ত সমস্যাগুলো আগে সমাধান হওয়া জরুরি।
জরিপে আরও উঠে এসেছে, ৪৮ শতাংশ পাকিস্তানি ভারতের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পক্ষে, যেখানে ৩৫ শতাংশ এই প্রস্তাবের বিরুদ্ধে।
শিক্ষাক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন ৪৪ শতাংশ, বিপরীতে ৩৬ শতাংশ এই প্রস্তাব নাকচ করেছেন।
সংস্কৃতি বিনিময় ও সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছেন ৪০ শতাংশ, যদিও ৩৫ শতাংশ এখনও এই বিষয়ক সহযোগিতায় অনাগ্রহী।
জরিপে একটি ঐতিহাসিক ও আবেগঘন প্রশ্নও ছিল
“আপনি যদি ১৯৪৭ সালে থাকতেন, তাহলে কি ভারত থেকে বিচ্ছিন্নতার পক্ষে ভোট দিতেন?”
এই প্রশ্নে ৮৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা বিচ্ছিন্নতার পক্ষেই থাকতেন। মাত্র ৩ শতাংশ বলেছেন, তারা এর বিরোধিতা করতেন। বাকি ৭ শতাংশ দ্বিধাগ্রস্ত এবং ৪ শতাংশ কোনো মন্তব্য করেননি। সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থার মাঝেও এই জরিপের ফলাফল এক ধরনের ইতিবাচক বার্তা বহন করছে। পাকিস্তানি জনগণের মধ্যে ভারতের সঙ্গে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বিষয়ে একটি নমনীয়তা ও বাস্তবধর্মী মনোভাব গড়ে উঠছে। রাজনৈতিক নেতৃত্ব যদি সেই মনোভাবকে কাজে লাগাতে পারে, তবে উপমহাদেশে দীর্ঘস্থায়ী শান্তির পথে এগোনো সম্ভব হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
Leave a Reply